background image

সৃজনশীল মেধা অন্বেষণে শিক্ষাবৃত্তি পরীক্ষা

09-11-2024
সৃজনশীল মেধা অন্বেষণে শিক্ষাবৃত্তি-২০২৪ সম্মানিত শিক্ষক / অভিভাবক , বর্তমান যুগ জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির যুগ। বিশ্বের সাথে মিল রেখে, আমাদের একান্ত প্রয়াস শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ ও স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলা। শিক্ষার্থীদের অন্তঃনিহিত গুণাবলির পূর্ণ বিকাশ সাধনের লক্ষ্যে ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ২য় বারের মতো আয়োজন করতে যাচ্ছে ৫ম- ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য "সৃজনশীল মেধা অন্বেষণে শিক্ষাবৃত্তি-২০২৪"। প্রতি শ্রেণির ১০জন করে মোট ৪০ জনকে ৩৫০,০০০ টাকা, শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হবে। ফরম বিতরণ শুরু: ৩০ অক্টোবর, ২০২৪। জমার শেষ তারিখ :১২ নভেম্বর ২০২৪। ফরম প্রাপ্তির স্থান: ১. ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হাজী ফজল মাস্টার লেন, মিজান রোড, ফেনী । মোবাইল : ০১৮৯৫৪৩১৩৪৩ ২. সিটি ফটোস্ট্যাট, ইসলাম কমপ্লেক্স গার্লস হাই স্কুলের দক্ষিণ পাশে, মোবাইল.০১৭৪০৯৪৪৩১৪ ৩. বর্ণমালা কম্পিউটার ( সেন্ট্রাল হাই স্কুলের সামনে), মোবাইল: ০১৮১৯৫৩৪৫২১ ৪. মাস্টার কম্পিউটার (জিএ একাডেমির দক্ষিণ পাশে) মোবাইল:০১৬৩১৪১৫৪১২ ৫. UCC ফেনী শাখা (আবেদিন সুপার মার্কেট ৪র্থ তলা, ট্রাঙ্ক রোড জিরো পয়েন্ট, ফেনী) মোবাইল: ০১৯৭৩৪৪৮৮৪০ ৬. অনুপম প্রকাশনী মিজান রোড (তমিজিয়া মসজিদের দক্ষিণ পাশে) মোবাইল: ০১৮১৯৯৩৭৮৫৭ পরীক্ষার তারিখ ও বার : শুক্রবার, ১৫ নভেম্বর শ্রেণি পঞ্চম (ক): সকাল: ১০.০০-১০.৪০ পঞ্চম (খ): সকাল: ১১.০০- ১১.৪০ পঞ্চম (গ): দুপুর : ২.৩০-৩.১০ অষ্টম বিকাল : ৩.৩০-৪.১০ শনিবার, ১৬ নভেম্বর ষষ্ঠ (ক) দুপুর: ১.০০-১.৪০ ষষ্ঠ (খ) দুপুর: ২.০০ – ২.৪০ সপ্তম বিকাল: ৩.০০- ৩.৪০ পরীক্ষার কেন্দ্র : ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় বিষয়: বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান। (প্রত্যেক শ্রেণির জন্য) মানবণ্টন : বাংলা-১০ ইংরেজি-১৫ গণিত-১৫ সাধারণ জ্ঞান-১০ পরীক্ষার ধরণ: এমসিকিউ এবং এক কথায় উত্তর। সময়: ৪০ মিনিট। সিলেবাস: ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণি: বাংলা, ইংরেজি, গণিত পাঠ্য বই (মূলত শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীদের বেসিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস এর উপর গুরুত্বারূপ) এবং সাধারণ জ্ঞান (প্রতি শ্রেণির ইতিহাস ও সমাজবিজ্ঞান বই এর আলোকে) ১ম স্থান : নগদ ১০,০০০ টাকা ও ৫০০০ টাকার শিক্ষাবৃত্তি। ২য় স্থান : নগদ ৮,০০০ টাকা ও ৫০০০ টাকার শিক্ষাবৃত্তি। ৩য় স্থান : নগদ ৫,০০০ টাকা ও ৫০০০ টাকার শিক্ষাবৃত্তি। ৪র্থ –১০ম স্থান : নগদ ২০০০ টাকা ও ৫০০০ টাকার শিক্ষাবৃত্তি। বি:দ্র: অত্র প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষাবৃত্তি কার্যকর হবে। প্রয়োজনে: অফিস: ০১৮৯৫৪৩১৩৪৩, সাইফুল স্যার: ০১৫৩১৫৪৮৫৩০, আরাফাত স্যার: ০১৫৬৬০৭৮৫৫১, ইফতেখার স্যার: ০১৫২১৪৮৭৪১১, রুপম স্যার: ০১৭৩০৪৭৪২৩১, মামুন স্যার: ০১৭২৮৯৬৮০৯৭, ইকরামুল স্যার: ০১৮৬৮৩২০০০৯ , রেজাউল স্যার: ০১৩১৬০১০৬১৩