background image

ক্রাফট প্রতিযোগীদের জন্য নির্দশনা

14-08-2025
ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় 🗓 তারিখ: ২৩ আগস্ট ২০২৫ 🕒 সময়: পরে জানানো হবে 📍 স্থান: শ্রেণী কক্ষে 🎨 ক্রাফট প্রতিযোগিতা ২০২৫ বিষয়: "আমার সৃজনশীলতা, আমার হাতেই" প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ২৩ আগস্ট ২০২৫, শনিবার, আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ক্রাফট প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমরা তোমাদের সৃজনশীলতা ও মেধার প্রকাশ ঘটাতে পারবে। --- 🧒 গ্রুপ বিভাজন ও নির্ধারিত কাজ: 🔵 গ্রুপ ক: ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি সম্ভাব্য কাজের আইডিয়া: পেপার প্লেট আর্ট হ্যান্ডপ্রিন্ট আর্ট রঙিন কাগজ দিয়ে ফুল/পাখি/পেন স্ট্যান্ড আইসক্রিম স্টিক দিয়ে ঘর বা খেলনা 🔴 গ্রুপ খ: ৯ম ও ১০ম শ্রেণি সম্ভাব্য কাজের আইডিয়া: প্লাস্টিক বোতল দিয়ে রিসাইক্লিং আর্ট থিম ভিত্তিক কোলাজ (বাংলাদেশের সংস্কৃতি) পুরাতন কাগজ, সিডি দিয়ে দেয়াল সাজানো মুখোশ তৈরি (বাংলাদেশি ঐতিহ্য অনুযায়ী) --- 📌 প্রয়োজনীয় উপকরণ: ছাত্রছাত্রীদের নিজ দায়িত্বে আনতে হবে – রঙিন কাগজ, গ্লু, কাঁচি, রঙ, বোতল, ফিতা, খবরের কাগজ ইত্যাদি। --- ✅ নাম জমাদানের নিয়ম: যে সকল শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই ২০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ শ্রেণির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে নাম জমা দেবে। উল্লেখ্য, নির্ধারিত সময়ের পরে নাম গ্রহণযোগ্য হবে না। তোমার হাতই তোমার শক্তি। এসো, আমরা সবাই মিলে গড়ে তুলি কিছু সুন্দর স্মৃতি ও সৃজনশীল কাজের ঝলক। 📣 নির্দেশনায়: শিক্ষিকা: তাহমিনা আক্তার সমন্বয়কারী, ক্রাফট প্রতিযোগিতা ২০২৫

Latest News