background image

বৃত্তি ও চিত্রাঙ্কন পরীক্ষার তথ্য

01-09-2025
photo
ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ৩য় বারের মতো আয়োজন করছে সৃজনশীল মেধা অন্বেষণে শিক্ষাবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা- ২০২৫। 👉 এ আয়োজনে ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে গৌরবের পথে। প্রতি শ্রেণি থেকে ১০ জন করে মোট ৪০ জন মেধাবী শিক্ষার্থী পাবেন ৫,৬০,০০০ টাকার শিক্ষাবৃত্তি ও সম্মাননা সনদপত্র। 🔰 ফরম বিতরণ শুরু: ১ সেপ্টেম্বর, ২০২৫। 🔰 ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ অক্টোবর, ২০২৫। 🔰 ফরম প্রাপ্তির স্থান সমূহ: ১. ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় হাজী ফজল মাস্টার লেন, মিজান রোড, ফেনী। মোবাইল- ০১৮৯৫৪৩১৩৪৩/৪৪ ২. সিটি ফটোস্ট্যাট, ইসলাম কমপ্লেক্স (গার্লস হাই স্কুলের দক্ষিণ পাশে) মোবাইল-০১৭৪০৯৪৪৩১৪ ৩. বর্ণমালা কম্পিউটার (সেন্ট্রাল হাই স্কুলের সামনে) মোবাইল: ০১৮১৯৫৩৪৫২১ ৪. মাস্টার কম্পিউটার (জিএ একাডেমির দক্ষিণ পাশে) মোবাইল: ০১৬৩১৪১৫৪১২ ৫. ইউসিসি ফেনী শাখা (আবেদিন সুপার মার্কেট, ৪র্থ তলা, জিরো পয়েন্ট , ট্রাঙ্ক রোড, ফেনী) ৬. অনুপম প্রকাশনী (মিজান রোড, তমিজিয়া মসজিদের দক্ষিণ পাশে) মোবাইল: ০১৮১৯৯৩৭৮৫৭ 🔰 পরীক্ষার তারিখ ও বার 👉 ৭ নভেম্বর, ২০২৫। শুক্রবার- ৭ম ও ৮ম শ্রেণি 👉 ৮ নভেম্বর, ২০২৫। শনিবার- ৫ম ও ৬ষ্ঠ শ্রেণি 👉 পরীক্ষার কেন্দ্র: ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় 👉 পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান (প্রত্যেক শ্রেণির জন্য প্রযোজ্য)। 👉 পরীক্ষার পূর্ণমান ও সময়: ৫০ নম্বর , ১ ঘণ্টা। 💢 সিলেবাস: 🔰 শ্রেণি: ৫ম 👉 বাংলা: শিক্ষাগুরুর মর্যদা, ভাবুক ছেলেটি, দুই তীর, বিদায় হজ, জলপরী ও কাঠুরের গল্প, নোলক 👉 ব্যাকরণ: ভাষা, ধ্বনি ও বর্ণ , সাধু ও চলিত 👉 English: Unit 10: Unit 12: Unit 13: Unit 14:, Unit 18: Unit 21: Unit 25: Vocabulary/Synonym/ Antonym- Textual, Creative Writing, Translation: Bangla to English, English to Bangla, WH. Questions, Rearrange 👉 Grammar: Parts of Speech, Article, Right Form Verbs, Tense, Punctuation 👉 গণিত: গুণিতক এবং গুণনীয়ক, শতকরা, জ্যামিতি, সময়। 👉 সাধারণ জ্ঞান: বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন, আমাদের মুক্তিযুদ্ধ, নৃ-গোষ্ঠী, বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি, জুলাই গণঅভ্যূত্থান, বেসিক কম্পিউটার 🔰 শ্রেণি: ৬ষ্ঠ 👉 বাংলা: সততার পুরস্কার, কতকাল ধরে, আমাদের লোকশিল্প, জন্মভূমি, বাঁচতে দাও, আসমানি। 👉 ব্যাকরণ: ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব, বিরামচিহ্নি, বানান। 👉 English: Lesson: 1, 3, 5, 7, 9, 10, 12, 13, 15, 17, 20, 21, 22, 24, 33 Vocabulary/Synonym/ Antonym- Textual, Creative Writing, Translation: Bangla to English, English to Bangla 👉 Grammar: Parts of Speech, Tenses, Articles, Sentences, Changing Sentences, Right forms of verbs, Punctuation 👉 গণিত: অনুপাত ও শতকরা, বীজগণিতের রাশি, সরল সমীকরণ, জ্যামিতির মৌলিক ধারণা। 👉 সাধারণ জ্ঞান: সমাজ বিবর্তন, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ ও নাগরিক, বাংলাদেশের ভূ-প্রকৃতি, জুলাই গণঅভ্যূত্থান, বেসিক কম্পিউটার 🔰 শ্রেণি: ৭ম 👉 বাংলা: লখার একুশে, শব্দ থেকে কবিতা , বহু জাতিসত্তার বাংলাদেশ, কুলি-মজুর, মেলা, এই অক্ষরে। 👉 ব্যাকরণ: ভাষা, ধ্বনি ও বর্ণ, বাক্য,সন্ধি, বিরামচিহ্ন, বানান। 👉 English: Unit 4: Lesson 3, 4, Unit 6: Lesson 2, 6, 8, 9, 10, Unit 7: Lesson 4, 5 Vocabulary/Synonym/ Antonym- Textual, Creative Writing, Translation: Bangla to English, English to Bangla 👉 Grammar: Parts of Speech, Right from of verbs, Tense, Voice, Narration, Changing Sentences, Article/ Preposition, Capitalization & punctuation 👉 গণিত: সমানুপাত ও লাভ ক্ষতি, পরিমাপ, বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ, সরল সমীকরণ, ত্রিভুজ। 👉 সাধারণ জ্ঞান: বাংলাদেশের মুক্তির সংগ্রাম, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের জলবায়ু, এশিয়ার কয়েকটি দেশ/মুদ্রা/রাজধানী, জুলাই গণঅভ্যূত্থান, বেসিক কম্পিউটার 🔰 শ্রেণি: ৮ম 👉 বাংলা: অতিথির স্মৃতি , লাইব্রেরি, বাংলা ভাষার জন্মকথা, দুই বিঘা জমি, আবার আসিব ফিরে, একুশের গান। ভাষা , ধ্বনি ও বর্ণ, শব্দ ও পদ, ক্রিয়ার কাল, বিরামচিহ্ন, বানান। 👉 English: Unit 1, 3, 5, 6, 7, 8, 10 and 11, Vocabulary/Synonym/ Antonym- (Textual), Creative Writing, Translation: Bangla to English, English to Bangla 👉 Grammar: Parts of Speech, Right from of verbs, Voice, Narration, Changing Sentences, Tag Question, Tense, Suffixes and Prefixes, Capitalization and Punctuation 👉 গণিত: মুনাফা পরিমাপ, বীজগণিতিয় সূত্রাবলী প্রয়োগ, সেট, বৃত্ত। 👉 সাধারণ জ্ঞান: ঔপনিবেশিক যুগ, বাংলার স্বাধীনতা সংগ্রাম (১৯৪৭ - ১৯৭১), নৃ-গোষ্ঠী, সামাজিক সমস্যা, রাজধানী ও মুদ্রা, জুলাই গণঅভ্যূত্থান, বেসিক কম্পিউটার 🎁পুরস্কার 🎀১ম স্থান: নগদ ১০,০০০ টাকা ও ১০,০০০ টাকার শিক্ষাবৃত্তি। 🎀২য় স্থান: নগদ ৮,০০০ টাকা ও ১০,০০০ টাকার শিক্ষাবৃত্তি। 🎀৩য় স্থান: নগদ ৫,০০০ টাকা ও ১০,০০০ টাকার শিক্ষাবৃত্তি। 🎀৪র্থ থেকে ১০ম স্থান: নগদ ২,০০০ টাকা ও ১০,০০০ টাকার শিক্ষাবৃত্তি। পরীক্ষার ধরণঃ বহুনির্বাচনী, এক কথায় উত্তর,সংক্ষিপ্ত প্রশ্ন এবং শুন্যস্থান পূরণ। 🔰 চিত্রাঙ্কনের তথ্য 👉 ফরম বিতরণ শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫ 👉 ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২৫ 👉 পরীক্ষার তারিখ ও বার: ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার 🔰 সিলেবাস 👉 গ্রুপ (ক)- প্লে ও দ্বিতীয় শ্রেণি কেন্দ্রীয় শহীদ মিনার, শাপলা 👉 গ্রুপ (খ) - তৃতীয়- পঞ্চম শ্রেণি গ্রামীণ জনজীবন ষড়ঋতু 👉 গ্রুপ (গ) - ষষ্ঠ- অষ্টম শ্রেণি ৭১ এর মুক্তিযুদ্ধ, ২৪ এর গণঅভ্যুত্থান 🎁পুরস্কার 🎀প্রথম স্থানঃ ৩,০০০ টাকা সমমূল্যের আকর্ষণীয় শিক্ষা উপকরণ 🎀দ্বিতীয় স্থানঃ ২,০০০ টাকা সমমূল্যের আকর্ষণীয় শিক্ষা উপকরণ 🎀 তৃতীয় স্থানঃ ১,০০০ টাকা সমমূল্যের আকর্ষণীয় শিক্ষা উপকরণ 🔰এছাড়াও বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হবে। ✅✅ (বি.দ্র: অত্র প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষাবৃত্তি কার্যকর হবে)

Latest News